আবারও এক অমানবিকাতার ছবি। চোর সন্দেহে মারধর করে এক যুবককে চুল কামিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অপমান সহ্য করতে না পেরে ওই দিন রাতেই প্রহৃত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম রাকিব আলি (২০)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানা এলাকার বামনগাছি মণ্ডলগাঁথি এলাকায়। পুলিশ জানিয়েছে, এদিন যশোর রোড সংলগ্ন একটি রেস্তোঁরার সামনে ওই যুবককে মারধর করে আপিজুদ্দিন নামে এক ব্যক্তি। মারধরের পর ওই যুবকের চুল কামিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে একটি সাইকেল চুরির অপরাধে রাকিবের সঙ্গে ওই সাইকেল মালিকের বচসা হয়, সে ঝামেলা অবশ্য মিটেও যায়। কিন্তু ঝামেলার খবর পৌঁছে যায় রাকিবের প্রতিবেশী আপিজুদ্দিনের কাছে, তারপর রাকিবকে রাস্তায় আটক করে আপিজুদ্দিন ও তাঁর দলবল। রাকিবের পরিবারের পক্ষে অভিযোগ এলাকায় প্রভাব খাটানোর জন্য আপিজুদ্দিন রাকিবকে মারধর করে চুল কেটে নেয়। রাকিবের দাদা মহম্মদ রফিক বলেন, পুলিশকে গোটা ঘটনা লিখিতভাবে জানানো হয়েছে, অভিযুক্তদের কঠোর বিচার চাই।