ব্রিসবেনে ভারত ধুঁকছে, রোহিতদের বৃষ্টি এখন ‘ত্রাতা’

ব্রিসবেন : অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের উত্তর দিতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ভারত এখন ধুঁকছে। বৃষ্টি এখন রোহিতদের ‘ত্রাতা’। রান হয়েছে মাত্র ৫১। বৃষ্টি না হলে হয়তো ভারত সব উইকেট হারিয়ে বসতো, এমনই একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। যাইহোক বৃষ্টিই কার্যত ত্রাতা হয়ে উঠেছে টিম ইন্ডিয়ার কাছে। প্রথম সেশনে কোনও রকমে খেলা হয়েছে।

সেই সেশনেই ভারত হারিয়ে ফেলেছিল ৩ উইকেট মাত্র ২২ রানে। দ্বিতীয় সেশন থেকেই বৃষ্টি শুরু ব্রিসবেনে। ফলে আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা স্থগিত করে দেন। দিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে করেছে ৫১ রান। মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডের দাপটে ভারতের টপ অর্ডার মাথা তুলে দাঁড়াতেই পারেনি। খারাপ শটে স্টার্কের শিকার যশস্বী জয়সওয়াল(৪) এবং শুভমান গিল(১)।

মধ্যাহ্নভোজের আগে হ্যাজেলউডের শেষ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি ৩ রানে।মধ্যাহ্নভোজের বিরতির পর অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে ৯ রানে আউট হন ঋষভ পন্থ।দিনের শেষে লোকেশ রাহুল (৩৩) ও অধিনায়ক রোহিত শর্মা (০) রানে ব্যাট করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =