মুম্বইয়ের কাছে ঘরের মাঠে হারল চের্নিশভের ছেলেরা

মহমেডান স্পোর্টিং সেই সাদা-কালোই রয়ে গেল। লিগ তালিকায় সবার শেষে রেড রোডের ধারের ক্লাব। দশ জনের মহমেডান স্পোর্টিংকে ০-১ গোলে হারাল মুম্বই সিটি।

কিছুই ঠিকঠাক হচ্ছে না প্রথম বার আইএসএলে খেলতে আসা মহমেডান স্পোর্টিং। রবিবারও ঘরের মাঠে হারতে হল তাদের। ৩৫ মিনিটে লাল কার্ড (দুটো হলুদ কার্ড) দেখে বেরিয়ে যান ইরশাদ। এগারো বনাম এগারো লড়াই তাও সমানে সমানে চলছিল। কিন্তু ইরশাদ বেরিয়ে যাওয়ার পর বাহুভাঙা হয়ে গেল মহমেডান। এগারোর বিরুদ্ধে দশ সবসময়েই অসম লড়াই। নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ পেল মুম্বই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বিক্রম প্রতাপ সিং গোলটি করেন। শূন্যের বল ধরতে পারেননি মহমেডানের গোলকিপার ভাস্কর। বল বিক্রম প্রতাপের কাছে এলে তিনি গোল করতে ভুল করেননি। প্রথমার্ধে ভাস্করের ভুলে গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল মুম্বই। সেই যাত্রায় সামনে কেবল ভাস্করকে পেলেও গোল করতে পারেননি ছাংতে। গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল মহমেডানও। কিন্তু কাজের কাজটিই তারা করতে পারেনি। প্রথমার্ধে ১০ জনের মহামেডানের মধ্যে যে তাগিদটা লক্ষ্য করা গিয়েছিল, দ্বিতীয়ার্ধে তা উধাও হয়ে যায়। সেই সুযোগে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের উপরে জাঁকিয়ে বসে।

প্রথমবার আইএসএল খেলছে মহমেডান। তাদের অভিজ্ঞতা কম, সেটা মাঠেই প্রকাশ পাচ্ছে। কিন্তু আইএসএলের বাকি ম্যাচগুলোয় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবকে কিছু করে দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 1 =