কলকাতা : কলকাতার তালতলা এলাকায় এক যুবককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ৩ জনের মধ্যে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ছুরিকাহত ওই যুবকের নাম সাফি আহমেদ (২৭)।
গুরুতর জখম অবস্থায় তিনি ভর্তি রয়েছেন এন আর এস হাসপাতালে। রবিবার তালতলার আগা মেহদি স্ট্রিটের বাজারে সব্জি বিক্রেতা সাফির সঙ্গে তিন যুবকের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপান্তরিত হয়। শেষে সাফির পেট লক্ষ্য করে ছুরি চালায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় সাফি। এরপর এলাকাবাসীরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে খবর, হামলায় সাফির পেটের বামদিকে ক্ষত হয়েছে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এই ঘটনায় ৩ জনের মধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মানোয়ার। অপরদিকে আরও দুই অভিযুক্ত আফ্রিদি এবং সইফ ঘটনার পর থেকেই পলাতক। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তালতলা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

