কটক : পালাগানের অনুষ্ঠানস্থলে বিপত্তি ওড়িশার কটকে। মঞ্চের সামনে থাকা লোহার গেট ভেঙে পড়ে জখম হলেন প্রায় ৩০ জন দর্শক।
আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছেন। শনিবার রাতে কটকের সালেপুর এলাকায় ওই দুর্ঘটনা হয়। সেখানে একটি পালাগানের আসর বসেছিল। অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।
একটি লোহার গেট পেরিয়ে মঞ্চে প্রবেশ করতে হত। একই সময়ে অনেক দর্শক ওই গেটটি পার হচ্ছিলেন। সেই সময় আচমকা পুরো লোহার গেটটিই ভেঙে পড়ে। শুরু হয় চিৎকার-চেঁচামেচি, কান্নাকাটি। পণ্ড হয় অনুষ্ঠান। পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন, তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।