কলকাতা : টালিগঞ্জের ভ্যাট থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলের তিনটি থানার পুলিশকে নিয়ে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করল পুলিশ। এর পরই ডায়মন্ড হারবারের বাশুলডাঙা থেকে এক রং মিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
জানা যাচ্ছে, অভিযুক্তর নাম আতিকুর লস্কর। শুক্রবার গল্ফগ্রিনের আবর্জনা স্তূপে পড়ে থাকা মহিলার কাটা মুন্ডুর পরিচয়ও জানতে পেরেছে পুলিশ। তাঁর নাম খাদিজা বিবি। তিনি মুড়াগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা। মগরাহাটের রাধানগর গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। অভিযুক্ত আতিকুরের বাড়ি ওই মগরাহাটেই।
পুলিশ সূত্রে খবর, নিহতের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক রং মিস্ত্রির। টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে তাকে চিহ্নিত করে পুলিশ। মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয় মহিলাকে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়, তার পর কেটে ফেলা হয় মাথা। এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট।
কাটা মাথা পাওয়ার ১২ ঘণ্টা আগে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। কী কারণে অভিযুক্ত ওই মহিলাকে খুন করলেন, সহযোগী হিসেবে আর কেউ ছিল কিনা তা জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা।