কলকাতা : গল্ফগ্রিনে আবর্জনার স্তুপে মিলল মহিলার কাটা মুন্ডু। শুক্রবার সকালে কাটা মুন্ডু উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশের। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই কাটা মুন্ডুকে উদ্ধার করেছে।
কোথা থেকে আবর্জনার মধ্যে এল এই কাটা মুন্ডু তা এখন জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনার মধ্যে একটি কাটা মুন্ডু পড়ে থাকতে দেখা যায়। প্রথমেই মনে হয়েছিল এটি একটি মহিলার মাথা।
বাকি দেহাংশও কি টুকরো করে ফেলে দেওয়া হয়েছে ? ইতিমধ্যেই এই পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।