নয়াদিল্লি : ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সরকার এটি সংসদে পেশ করতে পারে। সূত্রের খবর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিল অনুমোদন করা হয়।
এই নিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বলেন, ‘এক দেশ, এক নির্বাচন’-এর ভাবনা সারা দেশে উৎসাহের ঢেউ তুলেছে৷ ঘন ঘন নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা হল এর জন্যে বিপুল ব্যয় হয়৷ এছাড়াও তিন, চার মাসের জন্য বহুসংখ্যক আধিকারিক নির্বাচনের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়েন। ফলে অনেক দফতরের কাজ আটকে যায়। আর বারবার ভোট দেওয়া ভোটারদের ক্লান্তির কারণ হতে পারে।
উল্লেখ্য, ‘এক দেশ, এক নির্বাচনে’-এর বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয়। যেখানে ‘এক দেশ, এক নির্বাচনে’-এর পক্ষে সায় দেওয়া হয়েছে।