নয়াদিল্লি : দিল্লিতে মহিলাদের প্রতি মাসে ২,১০০ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরিওয়াল ঘোষণা করেছেন, দিল্লি সরকারের ‘মহিলা সম্মান যোজনা’ শুরু হচ্ছে। এখন থেকে দিল্লির সব মা-বোনেরা মাসে ২,১০০ টাকা পাবেন। শুক্রবার থেকেই শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিষয়ে সিলমোহর দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা।
কেজরিওয়াল এদিন বলেছেন, “আমি দিল্লিবাসীর জন্য দু’টি বড় ঘোষণা করতে এসেছি। দু’টি ঘোষণাই মহিলাদের জন্য। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি প্রত্যেক মহিলাকে ১০০০ টাকা দেব। আজ সকালে অতিশীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাস হয়। এখন এই প্রকল্পটি দিল্লিতে কার্যকর করা হয়েছে। ১০-১৫ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করা হবে, তাই এখনই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। কিছু মহিলা বলেছেন, মুদ্রাস্ফীতির কারণে ১০০০ টাকা যথেষ্ট হবে না। তাই আগামীকাল থেকে প্রতি মাসে ২,১০০ টাকার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে।”
আগামী বছরেই দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে মহিলাদের আর্থিক সাহায্যের এই প্রকল্প ঘোষণা করে বড় চমক দিয়েছেন কেজরিওয়াল, এমনটাই মত রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, ভোট ঘোষণার আগেই প্রচারে নামতে দেখা গিয়েছে আম আদমি পার্টিকে। ইতিমধ্যেই একাধিক আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছে কেজরিওয়ালের দল।
কয়েকদিন আগেই দিল্লির অটোচালকদের জন্য পাঁচটি প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার বৃহস্পতিবার দিল্লির মহিলাদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করে বিশেষ প্রতিশ্রুতিও দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।