দক্ষিণ ২৪ পরগনা : মঙ্গলবার ভাঙড়ের এক নম্বর ব্লকে তল্লাশি অভিযানে নামলেন এনফোর্সমন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা৷
জানা গিয়েছে, ভাঙড়ের চক বড়ালি এলাকায় একটি সাইবার ক্যাফেতে ইডির ছয় আধিকারিকের দল হানা দেয়৷ সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল৷ বাহিনীর তরফে বাইরে থেকে ক্যাফেটি ঘিরে ফেলা হয়৷ এরপর ইডির আধিকারিকরা ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেন। তবে, ঠিক কী কারণে ইডির এই তল্লাশি অভিযান, তা জানা যায়নি৷
সাইবার ক্যাফেটি জলিল মোল্লা নামে এক ব্যক্তির হ৷ তাঁর বাড়িতেও ইডির কয়েকজন আধিকারিক গিয়েছেন বলে খবর৷ সেখানেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তল্লাশি চলে৷
স্থানীয়রা জানিয়েছেন, বালিগাদা এলাকায় একটি সাইবার ক্যাফে রয়েছে জলিলের৷ বেশ কয়েক বছর আগে সেটি চালু করেছিলেন তিনি৷ সেই সাইবার ক্যাফে চালানোর পাশাপাশি, কলকাতার কৈখালি এলাকায় আরেকটি সাইবার ক্যাফেতে কাজও শুরু করেন৷
ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি বাহারুল ইসলাম বলেন, “এখন অনলাইনের মাধ্যমে প্রতারণা হচ্ছে অনেক৷ ভাঙড় এলাকায় বহু সাইবার ক্যাফে খুলেছে৷ সেখানে কী কাজ হচ্ছে, আমরা বুঝতে পারছি না৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তল্লাশি অভিযানে এসেছে, তখন নিশ্চয়ই কোনও না-কোনও অপরাধ করেছেন তিনি৷ সেই জন্যই তাঁর দোকানে ও বাড়িতে তল্লাশি করতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷”