চিন্নাস্বামীতে ব্যাটে-বলে কামাল মহম্মদ সামির, কোয়ার্টার ফাইনালে বাংলা

বাংলার হয়ে শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতেও এ বার মেজাজে মহম্মদ সামি। বাংলাকে ব্যাটে-বলে ভরসা দিয়ে তুললেন মুস্তাক আলির কোয়ার্টার ফাইনালে। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির এ-গ্রুপে ৭ ম্যাচের ৬টিতে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিরুদ্ধে সুদীপ কুমার ঘরামির দল নেমেছিল শেষ আটের টিকিটের লড়াইয়ে। সেখানে ৩ রানের রুদ্ধশ্বাস জয় বাংলার।

বাংলা-চণ্ডীগড় মুস্তাক আলির প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস জেতে চণ্ডীগড়। প্রথমে বাংলা ব্যাটিং করে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বাংলা। ওপেনিংয়ে নেমে অভিষেক পোড়েল করেন ৮ রান। অপর ওপেনার করণ লাল ৩৩ করেন। ক্যাপ্টেন সুদীপ কুমার ঘরামি শূন্যে আউট হন। হাবিব গান্ধীর ঝুলিতে ১০ রান। ঋত্বিক চট্টোপাধ্যায় ২৮ রান করেন। অলরাউন্ডার শাহবাজ আহমেদ ৭, অগ্নিভ পান ৬। প্রদীপ্ত প্রামাণিক ৩০ রান করেন। আর মহম্মদ সামি ১৭ বলে ৩২ নট আউট। মেরেছেন ৩টে চার, ২টো ছয়। চণ্ডীগড়ের হয়ে ৪ উইকেট জগজিৎ সিংয়ের। ২টি রাজ বাওয়ার।

১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে চণ্ডীগড় শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারের তৃতীয় বলেই আরসালান খানের উইকেট তুলে নেন মহম্মদ সামি। এরপর পাওয়ার প্লের আগে দ্বিতীয় উইকেট হারায় চণ্ডীগড়। ক্যাপ্টেন মনন করেন ২৩ রান। শিবম ভাম্ব্রী ১৪, অমিত লুবানা ১৪ করেন। রাজ বাওয়া ২০ বলে ৩২ করেন। প্রদীপ যাদব ১৯ বলে ২৭ করেন। নিখিল শর্মার ব্যাটে আসে ১৭ বলে ২২ রান। জগজিৎ সিং বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ১২ রান করে রান আউট হন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে চণ্ডীগড়। বাংলার হয়ে ৪ উইকেট সায়ন ঘোষের। ২টি কনিষ্ক শেঠ আর ১টি করে সামি ও শাহবাজ আহমেদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 3 =