অ্যাডিলেডে ভারত হেরেছে। রোহিত শর্মার টিমের পারফরম্যান্স নিয়ে তুমুল আলোচনা চলছে। রোহিতের পাশাপাশি বিরাট কোহলিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেট ভক্তরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে ভারতকে পরের তিনটে টেস্টে জিততেই হবে। তারই মধ্যে অস্ট্রেলিয়ায় অন্য খবর। ট্রাভিস হেডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ভারতীয় টিমের পেসার মহম্মদ সিরাজ। ওই ঘটনা নিয়ে তীব্র নিন্দাও করেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। সুনীল গাভাসকরের মতো প্রাক্তন তো বলেই দিয়েছেন, সিরাজের মাথা গরম করার দরকার ছিল না। টেস্ট মিটতে না মিটতে শাস্তি ঘোষণা করে দিল আইসিসি। তাতে সিরাজ বড় শাস্তি পেয়েছেন।
হেডের সঙ্গে ঝামেলার ভিডিয়ো খতিয়ে দেখে ম্যাচ রেফারি রঞ্জন মধুগুলে দোষী সাবস্ত করেছেন সিরাজকে। হেডকে ব্যক্তিগত আক্রমণ, অশালীন শব্দ প্রয়োগ, মাঠে আম্পায়ারের অবজ্ঞা করার মতো অভিযোগ ছিল সিরাজের বিরুদ্ধে। আইসিসির প্লেয়ার্স কোড অফ কন্ডাক্টের আর্টিকল ২.৫ ধারায় দোষী সাবস্ত হয়েছেন সিরাজ। তাঁর আচরণে একেবারেই খুশি নন ম্যাচ রেফারি। হেড আউট হওয়ার পর আগ্রাসী আচরণ তুলে ধরেছেন সিরাজ, এমনই রিপোর্ট দেওয়া হয়েছিল। তারই জেরে বড় শাস্তি হল সিরাজের। ২০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে ভারতীয় পেসারের। সঙ্গে ১ ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। যা আসলে সতর্কীকরণ। অদূর ভবিষ্যতে এমন কিছু ঘটালে একটা ম্যাচ নির্বাসিতও হতে পারেন।
হেডও একবারে ছাড় পেয়েছেন, তা বলা যাবে না। জরিমানা তাঁর হয়নি। তবে তিনিও সিরাজের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। ১৪০ করে আউট হওয়ার সময় পাল্টা উত্তর দিয়েছিলেন সিরাজকে। তাতেই কোড অফ কন্ডাক্টের আর্টিকল ২.১৩ ধারায় দোষী সাবস্ত হয়েছেন। তিনিও যে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, ম্যাচ রেফারির রিপোর্টে তা রয়েছে। হেডকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়ে সতর্ক করেছে আইসিসি।