নয়াদিল্লি : একাধিক ইস্যুতে সংসদ চত্বরে আবারও বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা। সোমবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ ভবন চত্বরে কংগ্রেস-সহ বিভিন্ন দলের সাংসদরা বিক্ষোভ দেখান।
উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ডিএমকে-র কানিমোঝি প্রমুখ। তবে, এদিনও বিরোধীদের এই বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদদের।
এদিকে, সংসদের অধিবেশন শুরু হলেও, লোকসভায় বিভিন্ন ইস্যুতে হইচই করেন বিরোধীরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা।