অ্যাডিলেডে রোহিতদের বিপর্যয়, ব্রিসবেনে বিধ্বস্ত হরমনপ্রীতরা, বৈভবদের আত্মসমর্পণ

অ্যাডিলেডে রোহিতদের বিপর্যয়। ব্রিসবেনে হরমনপ্রীতরা বিধ্বস্ত। একই দিনে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে মাটি ধরাল অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে হার মেনেছে ভারত। অন্যদিকে ব্রিসবেনে ভারতকে ১২২ রানে হারিয়ে অস্ট্রেলিয়ার মহিলা দল সিরিজ জিতে নিয়েছে।

জর্জিয়া ভল ও এলিস পেরির জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার মহিলা দল ৫০ ওভারে করে ৮ উইকেটে ৩৭১ রান।

অজিদের রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে ঝড় তোলেন অজি ব্যাটাররা। টপ অর্ডারের প্রথম চার জন ব্যাটারই রান পান। জর্জিয়া ভল ৮৭ বলে ১০১ রান করেন। অন্যদিকে এলিস পেরির ৭৫ বলে দুরন্ত ১০৫ রান ভারতকে ম্যাচ থেকেই ছিটকে দেয়। ওপেনার লিচফিল্ড ৬৩ বলে ৬০ রানের মারমুখী ইনিংস খেলেন। বেথ মুনিও দ্রুতলয়ে ৪৪ বলে ৫৬ রান করেন। পরের দিকের ব্যাটারা সেভাবে রান পাননি বটে। তবে টপ অর্ডারের চার ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ৫০ ওভারের শেষে করে ৮ উইকেটে ৩৭১ রান।

পাহাড়প্রমাণ এই রান তাড়া করে জিততে হলে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দরকার ছিল। সেই সঙ্গে হাতে উইকেট রাখারও প্রয়োজন ছিল। ভারতের ইনংসে সর্বোচ্চ রান করেন রিচা ঘোষ (৫৪)। মিন্নু মনি ৪৬ রানে অপরাজিত থেকে যান। বাকি ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেন হরমনপ্রীত কৌর (৩৮) ও জেমাইমা রডরিগেজ (৪৩)। অজি বোলারদের মধ্যে সাদারল্যান্ড ৪টি উইকেট নেন।

এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়ার মহিলা দল।

ভারত-বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগের ফুটন্ত কড়াই। ফাইনাল হলে তো কথাই নেই। এশিয়া কাপ ফাইনালে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ১৯৮ রান। জবাবে রান তাড়া করতে নেমে ভারতের অনূর্ধ্ব ১৯ দল থেমে যায় ১৩৯ রানে। বাংলাদেশ ৫৯ রানে জিতে নেয় অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। দিনটা ভারতীয় ক্রিকেটের জন্য নয়। রোহিত, হরমনপ্রীতদের পরে ভারতের অনূর্ধ্ব ১৯ দলও হার মানল ক্রিকেট মাঠে।

গত বছর সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়েছিল বাংলাদেশ। আজ ভারতকে হারিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপের তাজ মাথায় পড়ল বাংলার বাঘেরা।

বাংলাদেশের ১৯৮ রান ভারতের জন্য পাবাড় হয়ে দেখা দেয়। ভারত ৩৫.২ ওভারেই শেষ হয়ে যায়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন রিজান হোসেন (৪৭)। তাছাড়াও শিহাব জেমস (৪০) ও ফরিদ হাসান (৩৯) উল্লেখযোগ্য রান করেন।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। বৈভব সূর্যবংশী আইপিএলের নিলামে কোটিপতি হয়ে তাক লাগিয়ে দিয়ছিলেন। এদিন বৈভব (৯) ব্যর্থ হন। সেভাবে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাল ভারত। ১৩৯ রানে শেষ হয়ে গেল যাবতীয় প্রতিরোধ। বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ও আজিজুল হাকিম তিনটি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =