আসানসোল : পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে আলু রফতানি রুখতে চেকপোস্টগুলিতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে রাজ্যের সমস্ত সীমান্তে চেকপোস্টগুলিতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে, আসানসোলের কুলটির ডুবুর্ডিহি চেকপোস্টে বেশ কয়েকটি আলুবোঝাই লরি আটকে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, চেকপোস্টে থাকা ট্রাফিক গার্ড এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ লরি থামিয়ে প্রতিটি কাগজপত্র খতিয়ে দেখছে। ত্রিপল খুলে লরির ভেতরে আলু রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। আলু বোঝাই লরি ধরা পড়লে, সেগুলো পুনরায় রাজ্যের অভ্যন্তরে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এই পদক্ষেপের ফলে ১৯ নম্বর জাতীয় সড়কে একের পর এক লরি দাঁড়িয়ে পড়েছে। ট্রাকচালক ও মালিকরা জানিয়েছেন, অনেক লরি তিন-চার দিন ধরে আটকে আছে, যার ফলে আলু পচে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন তারা।
এক ট্রাকচালক জানান, “আমরা বহুদিন ধরে এখানে আটকে আছি। আলু গন্তব্যে পৌঁছাতে না পারলে তা পচে যাবে এবং মালিকদের বড় ক্ষতি হবে।”
এদিকে, প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্যই নেওয়া হয়েছে।