নন্দীগ্রাম : সমবায় সমিতির ভোটেও বোমাবাজি! চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের-১ নং ব্লকের দাউদপুরে। সেখানকার কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবনে রবিবার চলছে ভোটগ্রহণ। অভিযোগ, সেই ভোটকেন্দ্রের বাইরে বোমাবাজি করেছে দুষ্কৃতীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
এই বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুড়ছে। আমাদের লোকজনকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এটা একটা প্রহসনের ভোট হচ্ছে।’ পাল্টা তৃণমূলের নন্দীগ্রাম-১ নং ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘বিজেপি হেরে যাওয়ার ভয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে।
বিজেপির বাধা উপেক্ষা করে সমবায় নির্বাচনে অংশ নিচ্ছেন ভোটাররা।’উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের চনশ্বরপুর হাইস্কুলে চলছে তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভোট। কঠোর নিরাপত্তায় রবিবার তমলুক ও হলদিয়া মহকুমার মোট ১২টি জায়গায় এই সমবায় সমিতির ভোট হচ্ছে। এদিনই ফল ঘোষণা হবে।