লখনউ : উত্তর প্রদেশের লখনউয়ে উড়ো ফোনে বোমাতঙ্ক। বোমাতঙ্কের শিকার হুসেইনগঞ্জ মেট্রো স্টেশন। বোমাতঙ্কের বার্তা পেয়েই তল্লাশি শুরু করে দেয় পুলিশ।
জানা গেছে, শনিবার রাত ১১টা নাগাদ এক ব্যক্তি ফোন করে বোমা হামলার হুমকি দেয়। তারপরেই তল্লাশি চালানো হয়। যদিও তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। একযোগে তল্লাশি চালায় পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল। উপস্থিত ছিল দমকল বাহিনীও।
এই ঘটনায় এডিসিপি সেন্ট্রাল মনীষা সিং বলেন, ফোন করে হুসেইনগঞ্জ মেট্রো স্টেশনে বোমাতঙ্ক ছড়ানো হয়। তল্লাশি করে দেখা হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে।