অ্যাডিলেড : দিন রাতের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও হিমসিম খাচ্ছে ভারত। প্রথম দিনের সকালে ছিল মিচেল স্টার্কের তাণ্ডব। দ্বিতীয় দিনের সকালে ট্রাভিস হেডের তাণ্ডব। আর সন্ধে হতেই গোলাপি বলে হিমশিম খেলেন ভারতের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসেও আবার ব্যর্থ রোহিত শর্মা আর বিরাট কোহলি।
১১ রান করলেন অধিনায়ক রোহিত শর্মা আর বিরাট কোহলি করলেন মাত্র ৬ রান।অ্যাডিলেডে কামিন্স, স্টার্ক, বোলান্ড ৩ জন মিলে ভারতীয় ব্যাটসম্যানদের ২২ গজে দাড়াতেই দিচ্ছেন না। এখন লড়াই করছেন ঋষভ পন্থ ও নীতিশ রেড্ডি। ৫ উইকেট হারিয়ে ভারত দিনের শেষে করেছে ১২৮ রান। পিছিয়ে আছে ২৯ রানে।
ভারত যে হারের দিকে অনেকটাই এগিয়ে গেছে এটা বলাই যায়। এখন শুধু অপেক্ষা।
প্রথম ইনিংস
ভারত: ১৮০/১০ (নীতীশ ৪২, স্টার্ক ৪৮/৬)
অস্ট্রেলিয়া: ৩৩৭/১০ (হেড ১৪০, বুমরাহ ৬১/৪)
দ্বিতীয় ইনিংস
ভারত: ১২৮/৫ (ঋষভ ২৮*, কামিন্স ৩৩/২)