অ্যাডিলেড : শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে প্রথম দিনের রেকর্ড দর্শক সংখ্যা আগের সব হিসাব ছাড়িয়ে গেছে।
২০১১-১২ মরসুমে অ্যাডিলেডে একই দুই দলের টেস্টে একদিনে ৩৫,০৮১ জন দর্শক উপস্থিত ছিলেন। আর এবার স্টার্ক-বুমরা কিংবা বিরাট-হেডের দ্বৈরথ দেখতে এই রেকর্ড ভেঙে গেছে। অ্যাডিলেড ওভালের ৫৩ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার বেশিরভাগই পূর্ণ ছিল।
এর আগে, পার্থের অপ্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ২৯৫ রানের বড় জয় পায়। সেই ম্যাচে তিন দিনের মাথায় মোট দর্শকসংখ্যা ছিল প্রায় ৯৬,৪৬৩ জন। যা পার্থের নতুন স্টেডিয়ামে সর্বোচ্চ রেকর্ড।