নয়াদিল্লি : একাধিক দাবিদাওয়া নিয়ে শুক্রবার ‘সংসদ ভবন চলো’র ডাক দিয়েছেন পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। কৃষকদের এই আন্দোলনের প্রেক্ষিতে কড়া নিরাপত্তা ছিল শম্ভু সীমানায়।
সেখানেই আন্দোলনরত কৃষকদের আটকে দেওয়া হয়। আন্দোলনরত কৃষকরা হরিয়ানা-পঞ্জাব শম্ভু সীমানা অতিক্রম করার চেষ্টা করার সময় ব্যারিকেড সরিয়ে দেন।
কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, “আমাদের শান্তিপূর্ণভাবে দিল্লির দিকে যেতে দেওয়া উচিত, নয়তো আমাদের দাবি নিয়ে কথা বলা উচিত। কৃষকদের পক্ষ থেকে আলোচনার দরজা খোলা আছে। আমরা চাই কেন্দ্রীয় সরকার আমাদের দাবি মেনে নিক। তাদের উচিত আমাদের দিল্লিতে প্রতিবাদ করার জায়গা দেওয়া, আম্বালায় ইন্টারনেট পরিষেবা চালু করা উচিত।”