নয়াদিল্লি : আদানি ঘুষ-কাণ্ডে শুক্রবারও উত্তাল হয়েছে সংসদ। এদিন সংসদের ভিতরে ও বাইরে আদানি ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা।
এই ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের আবেদন, মোদীজি সংসদে আসুন।
রাহুল গান্ধী এদিন প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেছেন, মোদীজি সংসদে আসুন। আদানি কাণ্ডে তদন্ত নিয়ে ভয় পাবেন না। উল্লেখ্য, এর আগে এদিন সকালে সংসদ ভবন চত্বরে আদানি ইস্যুতে বিক্ষোভও দেখান রাহুল গান্ধী।