বারাসত : পরপর সিলিন্ডার বিস্ফোরণে বৃহস্পতিবার দুপুরে মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিবেশ উত্তর ২৪ পরগনার আমডাঙায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে বেআইনিভাবে গ্যাসের কারখানা চলছিল এলাকায়। সেখানেই আচমকা সিলিন্ডার ফেটে যায়। পর পর সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠেন এলাকাবাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিলিন্ডার ফেটে সেটির অর্ধেকাংশ কার্যত উড়ে গিয়ে পড়ে পাশের বাড়িতে। তার পরই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
জানা গেছে, এদিন দুপুরে আমডাঙার উলুডাঙা এলাকায় বেআইনি গ্যাস কারখানায় পরপর সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আশপাশের বাড়িতেও তা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর আতঙ্কে বাড়ি ছেড়ে মাঠে আশ্রয় নেন এলাকাবাসী। ঘটনার প্রায় আধঘন্টা পরও দমকল ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। পরে অবশ্য দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ও আমডাঙা থানার পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৪ নং জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। মাইকিং করে সকলকে সতর্ক করে পুলিশ। ফলে যানজট তৈরি হয়। ঘটনার জেরে তীব্র আতঙ্কে এলাকাবাসীরা।