রাজ্যে মোট ৫৮টি স্টেডিয়াম হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, বিধানসভায় দাবি ক্রীড়ামন্ত্রীর

কলকাতা : রাজ্যে মোট ৫৮টি স্টেডিয়াম সরকার করেছে বলে দাবি করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার বিধানসভা অধিবেশনে তিনি এই কথা বলে মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে এই কাজ।

ক্রীড়ামন্ত্রী বলেন, এর মধ্যে পুরুলিয়ায় ছ’টি, উত্তর ২৪ পরগনায় একটি হকি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম-সহ ১৮টি নতুন স্টেডিয়াম ও ২৭টি সংস্কার করা হয়েছে। বারাসাতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এ ছাড়াও নানাবিধ খেলার জন্য ৪২৪টি মাঠ তৈরি করা হয়েছে ক্রীড়া দফতরের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − one =