নয়াদিল্লি : দক্ষিণ দিল্লিতে খুন হলেন একই পরিবারের ৩ সদস্য। দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকার ঘটনা। কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের মেয়েকে। দম্পতি ছেলে, পরিবারের চতুর্থ সদস্য বাইরে ছিল, তাই সে প্রাণে বেঁচে গিয়েছে। পুলিশ খুনের ঘটনার তদন্ত শুরু করেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকার একটি বাড়ি থেকে এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও মেয়ে-সহ ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দেহগুলি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
দম্পতির ছেলে সকাল ৫টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিল, সে বাড়িতে ফেরে সকাল ৭টা নাগাদ। বাড়িতে ফিরে বাবা, মা ও বোনের মৃতদেহ দেখতে পায় সে। মৃতদের নাম-রাজেশ তানওয়ার, কোমল ও কবিতা। পুলিশ মনে করছে, সকাল ৫টা থেকে ৭টার মধ্যে এই খুনের ঘটনা ঘটেছে।