কলকাতা : কসবায় কাউন্সিলরের উপর হামলার ঘটনায় গ্রেফতার হলেন স্কুটার চালক। বিহারের বৈশালী থেকে অভিযুক্ত লক্ষ্মণ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্তর্বর্তী হেফাজতে তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৭।
গ্রেফতার প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, “কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা সোমবার বিহারের বৈশালী এলাকায় তদন্ত চালিয়ে লক্ষ্মণ শর্মা ওরফে ছোটু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । তাকে মঙ্গলবার ভোরে কলকাতায় নিয়ে আসা হয়েছে৷ এদিন তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে জেরা করবেন তদন্তকারীরা।”
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলা হয় কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর। বাইকে দুষ্কৃতীরা এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালানোর চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে বন্দুকের ট্রিগার আটকে যাওয়ায় গুলি বেরোয়নি। বরাতজোরে প্রাণে রক্ষা পান ১০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর।
কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্তে নামে। গ্রেফতার করা হয় অন্যতম মূল চক্রী আফরোজ খান-সহ ৬ জনকে। এবার গ্রেফতার স্কুটার চালক লক্ষ্মণ শর্মা।