নয়াদিল্লি : বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় মঙ্গলবার লোকসভায় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তেই অটল থাকবে পশ্চিমবঙ্গ সরকার।
সুদীপ এদিন বলেছেন, “আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যেখানে সংখ্যালঘু ও হিন্দুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সংযুক্ত আমাদের প্রতিবেশী দেশ। আমরা একটি আবেদন করছি, ভারত সরকার অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী প্রেরণের জন্য রাষ্ট্রসঙ্ঘের কাছে আবেদন করুক, ভারত সরকার এখনও সম্পূর্ণ নীরব, কারণ তাঁরা নিজেরাই ভালো করে জানেন।”
সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, “আমাদের আবেদন হল, বিদেশমন্ত্রী সংসদে আসুন এবং বাংলাদেশের সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের জানান। আমাদের মুখ্যমন্ত্রী গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় সিদ্ধান্ত নিয়েছেন, ভারত সরকার যে সিদ্ধান্তই নেবে, পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তেই থাকবে। আমরা একসঙ্গে কাজ করতে চাই।”