তৃণমূলের জমানায় এই প্রথম নবান্নে মহম্মদ সেলিম

কলকাতা : তৃণমূলের জমানায় এই প্রথম! মঙ্গলবার নবান্নে পা রাখছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ঘটনার সত্যতা স্বীকার করে রওনা হওয়ার আগে সেলিম বলেন, “হ্যাঁ, এই প্রথমবার আমি নবান্নে পা রাখতে চলেছি।”

নবান্ন সূত্রের খবর, রাজ্যে এসেছেন ফিনান্স কমিশনের এক প্রতিনিধি দল। এদিন সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে নবান্নে বৈঠক করবেন তাঁরা। ওই বৈঠকে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই বৈঠকেই সিপিএমের রাজ্য সম্পাদককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।

এদিন সংবাদমাধ্যমকে সেলিম জানান, এর আগে বাম আমলে ভবনটি তৈরির সময় তিনি একবার সেখানে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সদ্যপ্রয়াত হাওড়ার সিপিএম নেতা, প্রাক্তন সাংসদ স্বদেশ চক্রবর্তী। সেলিম নিজে তখন রাজ্যের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ছিলেন। সেলিমের কথায়, “ভবনের নির্মাণের সময় একবার ওখানে গিয়েছিলাম। তারপর এই প্রথমবার যাচ্ছি!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =