বাংলাদেশে ধৃত মৎস্যজীবীদের নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কলকাতা  : বাংলাদেশে ধৃত মৎস্যজীবীদের কথা কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। সোমবার বিধানসভায় এ প্রসঙ্গে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের আরও ১৬ জন মৎস্যজীবীকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে। কিছু দিন আগে কাকদ্বীপ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এই নিয়ে গত কয়েক দিনে বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেফতার হলেন ভারতের মোট ৮৫ জন মৎস্যজীবী। মাছ ধরার সময়ে তাঁদের ট্রলার বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় এই ধরপাকড়।

মমতা বলেন, ‘‘আমাদের ৬৯ জন মৎস্যজীবী কিছু দিন আগে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। তাঁদের সেখানকার জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আইনজীবী দিয়েছি। কেন্দ্রীয় সরকারকে বলেছি। কিন্তু কোনও লাভ হয়নি।’’

বাংলাদেশ থেকে আসা একটি ট্রলারকে পশ্চিমবঙ্গে আটকানোর পরেও ছেড়ে দেওয়া হয়েছে, জানিয়েছেন মমতা। বৈধ কাগজপত্র থাকায় বাংলাদেশের ওই ট্রলারটিকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + seven =