ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে হার ভারতের

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে শুরুটা ভালো হল না ভারতের। পাকিস্তানের দেওয়া রানের পাহাড় টপকানো হল না। টস জিতে অ্যাডভান্টেজে ছিল পাকিস্তান। শেষ অবধি সুযোগটা দুর্দান্ত ভাবে কাজেও লাগাল তারা। পাকিস্তানের কাছে ৪৩ রানের হারে নেট রানরেটেও অনেকটা পিছিয়ে রইল ভারত। গ্রুপ থেকে দুটো দল পরের রাউন্ডে যাবে। ফলে ভারতকে বাকি ম্যাচগুলি জিততেই হবে। এর জন্য যেমন ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন, তেমনই ফিল্ডিংয়েও। শেষ উইকেটে ৪৮ রানের জুটিতে ভারতের হারের ব্যবধান কমান এনাম ও যুধাজিৎ।

বোর্ডে ২৮২ রানের টার্গেট থাকলেও ভারতীয় ক্রিকেট প্রেমীদের ভরসা ছিল। ভারতের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। তবে দ্বিতীয় ইনিংসে পিচ আরও মন্থর হওয়ায় শট খেলতে সমস্যা হচ্ছিল। তার উপর শট বাছাইয়ের ক্ষেত্রেও ভুল হয়েছে ভারতের। সদ্য আইপিএলের সৌজন্যে শিরোনামে জায়গা করে নেওয়া ১৩ বছরের কোটিপতি বৈভব সূর্যবংশী ৯ বলে ১ রানে ফেরেন। আর এক ওপেনার রঞ্জি ট্রফিতে খেলা আয়ুষ মাহত্রে ১৪ বলে ২০ রানে ফেরেন।

দলীয় ৮১ রানের মধ্যে ক্যাপ্টেনের উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। নিখিল কুমার হাফসেঞ্চুরির ইনিংস খেললেও প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকায় ভারতের লড়াই কঠিন হয়। ১৯০ রানে নবম উইকেট হিসেবে হার্দিক রাজ আউট হওয়ার পর ৫০ ওভার ব্যাট করাই দায় হয়ে পড়ে। তবে শেষ উইকেটে দুর্দান্ত জুটি গড়ে এনাম ও যুধাজিৎ গুহ। ব্যবধান ক্রমশ কমতে থাকে। ভারতের শেষ পাঁচ ওভারে টার্গেট দাঁড়ায় ৫৩! শেষ অবধি রান আউটে জুটি ভাঙে। তবে হারের ব্যবধান মাত্র ৪৩ হওয়ায় ভরাডুবির মাঝেও কিছুটা স্বস্তি ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 5 =