চেন্নাই ও নয়াদিল্লি : ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর প্রভাবে চেন্নাইয়ে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। শনিবার সকাল থেকে শুনশান চেন্নাইয়ের মেরিনা বিচ, কুড্ডালোরের দেবানামপট্টিনাম সৈকতেও উত্তাল সমুদ্র। আবহাওয়া বদলে গিয়েছে ইতিমধ্যেই, তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যায় তামিলনাড়ু উপকূলে পুদুচেরির কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়।
আগামী ২৪ ঘণ্টাও তামিলনাড়ু ও পুদুচেরিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও কারাইকাল, রায়ালসীমা, অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়ানামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেরল ও মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি প্রত্যাশিত।
১ ডিসেম্বরও তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, রায়ালসীমা, অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়ানামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওই দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী ২ ডিসেম্বর কেরল ও মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে কমলা সতর্কতা জারি করা হয়েছে, ওই দিন তামিলনাড়ু ও পুদুচেরি এবং লাক্ষাদ্বীপে হলুদ সতর্কতা রয়েছে। ৩ ডিসেম্বরও এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে।