কলকাতা : আর জি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা পড়ল আলিপুর আদালতে। শুক্রবার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । চার্জশিট রয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের নাম।
এদিন ২টা ১৫ মিনিট নাগাদ আদালতে আসেন সিবিআই আধিকারিকরা। সূত্রে জানা গিয়েছে, নিজের প্রভাব খাটিয়ে কীভাবে সন্দীপ ঘোষ বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিতেন, তা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। অভিযুক্তরা কীভাবে নিজের সম্পত্তি বাড়িয়েছেন, তাও উল্লেখ করা হয়েছে। আর জি করে আর্থিক তছরুপের সমস্ত তথ্য এদিন আদালতে জমা পড়েছে। সন্দীপ ঘোষ ছাড়া বাকি অভিযুক্তরা হলেন সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলি খান এবং আশিস পান্ডে।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। রাস্তায় নামেন সাধারণ মানুষও। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশের ঘটনার তদন্তভার নেয় সিবিআই।
এরপরেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। কয়েকদিন পর তাঁকে অধ্যক্ষের পদ থেকে সরানো হয়। আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপর গত ২ সেপ্টেম্বর আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে।
তার কয়েকদিন পর তিলোত্তমাকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগেও তাঁকে গ্রেফতার করা হয়। এদিন আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই।