কলকাতা : ওয়াকফ ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি যোগদান করেন মুখ্যমন্ত্রী।
বিধায়ক মোশারফ হোসেন এক প্রশ্ন উত্থাপন করেন। ওয়াকফ সংশোধনী বিল উত্থাপনের পূর্বে কেন্দ্র কোনও রকম রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছে কি-না তা জানতে চান।
এর জবাবে মুখ্যমন্ত্রী এ দিনের সভায় বলেন, ব্রিটিশ আমল থেকেই ওয়াকফ সম্পত্তি রয়েছে। চলতি বছরের ২ আগস্ট কেন্দ্র তা পেশ করে। ওয়াকফ সম্পত্তি রক্ষা করা কর্তব্য। শুধুমাত্র মুসলিম নয়, ওয়াকফ সম্পত্তিতে মূলত উন্নয়নমূলক কাজের জন্য হিন্দুদের তরফেও দান করা হয়ে থাকে।