ইসলামপুর থেকে গ্রেফতার ট্যাব দুর্নীতি কাণ্ডের অন্যতম মাথা

হরিশ্চন্দ্রপুর : মালদার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাইস্কুলের ট্যাব দুর্নীতির অন্যতম মাথাকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতের নাম, মোবারক হোসেন (২১)। বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৫টি সিম কার্ড, ৬৫টি এটিএম, বেশ কয়েকটি পেনড্রাইভ, দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ। উদ্ধার হওয়া জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃতের বিরুদ্ধে সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। ঘটনায় আরও ২ জন জড়িত আছে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, মালদা জেলায় ট্যাব দুর্নীতি কাণ্ড সারা ফেলে দিয়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যে এই চক্রের অনেকেই গ্রেফতার হয়েছে। মূলত মালদা জেলার যে তিনটি স্কুলে ট্যাব দুর্নীতি সামনে এসেছিল, তার মধ্যে রয়েছে এই কনুয়া ভবানীপুর হাইস্কুল। এখানে ৩৫ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে। এই ঘটনা সামনে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিভাবকরা প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। যদিও সেই সময় প্রধান শিক্ষক ক্লার্কের উপর দায় চাপিয়েছিলেন। শুরু হয় সমগ্র ঘটনার তদন্ত। হরিশ্চন্দ্রপুর থানার সাব ইনস্পেক্টর অজয় সিং তদন্তের দায়িত্বভার পান। তদন্ত নেমে সামনে আসে বেশকিছু তথ্য। বাংলার শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করা হয়েছিল। সেই নম্বর ট্র্যাক করে পুলিশ। সেখান থেকে উঠে আসে ধৃতের তথ্য। তারপর উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে হেপাজতে নেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − seven =