জামিনের আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়

নয়াদিল্লি : গোরু পাচার, নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বহু নেতা ইতিমধ্যেই জামিনে মুক্ত। এবার জামিনের আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার দেশের শীর্ষ আদালতে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি। মূলত ইডির মামলায় জামিনে মুক্ত হতে চান তিনি। শুনানি শুরু হতেই ইডির আইনজীবী বলেন, ‘পার্থ জামিন পেলে তথ্য-প্রমাণ লোপাট এবং প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করবেন। অর্পিতা নিজে স্টেটমেন্টে জানিয়েছেন।’ এই কথা শুনে পার্থের আইনজীবী পালটা বলেন, ‘অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। পার্থর বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। অর্পিতা ট্রায়াল কোর্ট থেকে জামিন পেয়েছে। তাহলে উনি কেন পাবেন না?’

এই যুক্তি শুনে ইডির আইনজীবী বলেন, ‘প্রায় ৫০,০০০ যোগ্য ছাত্র-ছাত্রীর জীবন এই দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। গ্রেফতারের পর ডাক্তারের উপর প্রভাব খাটিয়ে মিথ্যা অসুস্থতার বাহানা করেছিলেন। বৃহত্তর স্বার্থে তার জামিন হওয়া উচিত নয়।’

যদিও শুনানি শেষে জামিনের আবেদন স্থগিত রেখেছেন বিচারপতি। পরবর্তী শুনানি আগামী সোমবার।

প্রসঙ্গত, মঙ্গলবার জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, সোমবার জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই জেলের বাইরে বেরিয়েছেন তিনি। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 20 =