নয়াদিল্লি : বাংলাদেশে ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিলো বঙ্গীয় হিন্দু জাগরণ নামে এক সংগঠন। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই সংগঠনের কর্মকর্তারা জানিয়ে দিলেন, সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল হবে মহানগরে। ওইদিন দুপুর ২টোয় শিয়ালদহ দক্ষিণ থেকে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর পর্যন্ত এই মিছিল হবে জানিয়েছেন বঙ্গীয় হিন্দু জাগরণ–এর কর্মকর্তারা।
সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির বিষয়টি তাঁরা যে হালকাভাবে নিচ্ছেন না, স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন এই সংগঠনের কর্মকর্তারা। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও তাঁরা দাবি করবেন বলে জানিয়েছেন। তাঁদের তরফে জানানো হয়েছে, সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি আদতে বাংলাদেশে বসবাসকারী সমগ্র হিন্দু সমাজের ওপর আক্রমণ। কারণ, তিনি বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। সেই কণ্ঠ দমন করতেই তাঁর এই গ্রেফতারি বলে মনে করছে বঙ্গীয় হিন্দু জাগরণ। সন্ন্যাসী চিন্ময় প্রভুর জীবনহানির আশঙ্কাও রয়েছে বলে পাশাপাশি সংগঠনের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ। চিন্ময় প্রভু নামেই তিনি অধিক পরিচিত। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং বৈষম্যের বিরুদ্ধে তিনি বরাবর সোচ্চার। গত কয়েকদিনে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে একাধিক সমাবেশের নেতৃত্ব দেন। তিনি দাবি করেন যে, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া ‘নিপীড়নের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছিল। তবে তাঁর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, সোমবার ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ চিন্ময় প্রভুকে গ্রেফতার করার পর থেকেই হিন্দুরা ক্ষোভ জানিয়েছেন ওদেশে। একটাই দাবি, নিঃশর্তে মুক্তি দিতে হবে সনাতন হিন্দু প্রতিনিধি চিন্ময় প্রভুকে। এই গ্রেফতারি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি করেছে। ওদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দাবি, তাঁর গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিলো “বঙ্গীয় হিন্দু জাগরণ”–ও।