বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টে পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে ভারত। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা জিইয়ে রাখল ভারত। তৃতীয় দিনের খেলা শেষ হয় যখন সেই সময় অস্ট্রেলিয়ার রান ১২-৩। আশা করা যাচ্ছিল, অলৌকিক কিছু না ঘটলে চতুর্থ দিনেই বাজিমাত করতে পারে টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন উসমান খোয়াজা।
অন্যদিকে, স্টিভ স্মিথ ৬০ বলে ১৭ রান করলেও প্রথম সেশনে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে ট্র্যাভিস হেড (৮৯) এবং মিচেল মার্শ (৪৭) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তাদের যথাক্রমে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত থাকতে হয়। যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট নেন। ওয়াশিংটন সুন্দরের দখলে আসে দুটি উইকেট। পারথে অভিষেক হওয়া নীতীশ কুমার রেড্ডি মিচেল মার্শকে আউট করে তার প্রথম টেস্ট উইকেট পান। প্রথম টেস্টে জয়ের পর পরিবর্তন দেখা গেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও।
পারথে জয়ের পর ভারতের পয়েন্ট শতাংশ বেড়ে হয়েছে ৬১.১১ু,। নিউজিল্যান্ডের কাছে হারের পর ছিল ৫৮.৩৩ু। অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ কমে হয়েছে ৫৭.৬৯ু যা আগে ছিল ৬২.৫০ু। তবে সিরিজে এখনও চার ম্যাচ বাকি রয়েছে। দুই দলের জন্যেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে প্রথম দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু দু’বারই ফাইনালে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের।