মুম্বই : মহারাষ্ট্ৰে মহা বিকাশ আঘাড়ি জোটের পরাজয় মেনেই নিতে পারছেন না উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। এবার ইভিএম-কে দুষলেন সঞ্জয় রাউত। একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন, মহারাষ্ট্ৰে যা কিছু হয়েছে, তার জন্য ডি ওয়াই চন্দ্রচূড় (সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি) দায়ী।
সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “এই নির্বাচনে ইভিএম একটি বড় ইস্যু ছিল, তাই আমরা বলতে চাই, এই ফলাফল থাকুক কিন্তু, মহারাষ্ট্রে কাগজের ব্যালটের মাধ্যমে এই নির্বাচন আরও একবার পরিচালনা করা হোক।
তারপরে আমাদের দেখান যে ফলাফল একই… মহারাষ্ট্রে যা ঘটেছে তার জন্য (ডি ওয়াই) চন্দ্রচূড় দায়ী।”