কে ভেবেছিল প্রথম ইনিংসে ১১ জন ব্যাটার মিলে যে রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে প্রথম দুজন মিলেই সেই রান টপকে দেবেন? কাজটা যে একটা সহজ হবে তা হয়তো ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়রাই ভাবতে পারেননি। নয়তো, ১৭২ রানের পার্টনারশিপের পর যখন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল প্যাভিলিয়নে ফিরছেন কোহলি নিজে তাঁদের কাছে গিয়ে স্যালুট জানালেন। পারথের উইকেটে প্রথম ইনিংসে ভারতের বোলিংয়ে নাকানিচোবানি খেতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
দ্বিতীয় ইনিংসেও হয়তো একই ভাবনা নিয়ে নেমেছিলেন কামিন্স। নতুন বলে কোমর ভেঙে দেবেন ভারতীয় দলের। কিন্তু তাতে কার্যত জল ঢেলে দিলেন ভারতের দুই ওপেনার। দ্বিতীয় দিনের শেষের দিকেও হতাশ দেখাল অজি বোলারদের। ট্র্যাভিস হেড এমনকি মার্নাস লাবুশেনকে দিয়ে বল করিয়েও কোনও লাভ হল না। বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত বিনা উইকেটে ১৭২, লিড রয়েছে ২১৮ রানের। মাত্র এক রাতের ব্যবধানে খুব অদ্ভুতভাবে বদলে গিয়েছে পারথের পিচের চরিত্র।
যে পিচে শুক্রবার সারাদিনে ১৭ উইকেট পড়েছে সেই পিচে শনিবার সকালে স্টার্ক-হ্যাজলউডের পার্টনারশিপ ভাঙতে গিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। এরপর যশস্বী-রাহুল নেমে প্রথম কুড়ি ওভার খেলে দেওয়ার পর অনেকটাই সহজ হয়ে যায় তাদের কাজ। পারথের আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি, বাড়ার সম্ভাবনা রয়েছে রোদের তেজ। ফলে, পিচ আরও খানিকটা শুকোতে পারে। সেক্ষেত্রে, টেস্টের তৃতীয় দিনে ব্যাট করে বড় রানের লক্ষ্যেই এগোবে টিম ইন্ডিয়া।