কলকাতা : বাজারদর বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য ক্ষোভের পরদিনই সল্টলেকের বিডি ব্লকে টাস্ক ফোর্সের অভিযান দেখা গেল। অভিযানে নেতৃত্ব দেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। শুক্রবার অসাধু ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে তিনি রীতিমতো ধমক দেন স্থানীয় ব্যবসায়ীদের।
অভিযোগ, একই এলাকায় একেকজন ব্যবসায়ী একেক দামে পণ্য বিক্রি করছেন, যা নিয়ে রবীন্দ্রনাথ কোলে ব্যবসায়ীদের সতর্ক করে দেন।
তিনি জানান, এই ধরনের অসাধু পদ্ধতিতে ব্যবসা চলতে থাকলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের অভিযোগ, টাস্ক ফোর্সের সদস্যরা চলে যাওয়ার পরই আবার দাম বেড়ে যায়। রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, স্থানীয় থানায় এই বিষয়টি জানানো হয়েছে এবং কোনো অভিযোগ পেলেই দোষী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, আলুর দাম ইতিমধ্যেই কিছুটা কমেছে এবং তিন থেকে চার দিনের মধ্যে পেঁয়াজের দামও নিয়ন্ত্রণে আসবে। নাশিক থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়েছে, যা বাজারে আসার পর দাম কমতে শুরু করবে।
গত কয়েক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স অভিযান চালাচ্ছে। যদিও সাধারণ মানুষের প্রশ্ন, এই অভিযান কি আদৌ বাজারদর কমাতে কোনো প্রভাব ফেলেছে? রবীন্দ্রনাথ কোলে এ বিষয়ে জানান, কাঁচা সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজ দুপুর দু’টোয় একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে আলু-পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।