চোপড়া : ট্যাব কাণ্ডে উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। শুধু চোপড়া থানা এলাকায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জন।
ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগে এলাকায় লাগাতার অভিযান চলছে। হুগলি ও রানাঘাট থেকে পুলিশের টিম এলাকায় পৌঁছায়। তারা চোপড়া থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছে, ঘিরনিগাঁও থেকে জাহাঙ্গির আলম, দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গুলজার আলি ও সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ফারুক আজম। ধৃতদের শুক্রবার ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, রাজ্য সরকারি স্কুলগুলির একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ট্যাব কেনার জন্য সরকার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের অধীনে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হয় পড়ুয়াদের। আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকে যায়। স্কুলের মাধ্যমেই করা হয় আবেদন। কিন্তু অভিযোগ, এ বছর রাজ্যের অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। বরং তা চলে গিয়েছে অন্য কারও ব্যাংক অ্যাকাউন্টে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গে এটিএম থেকে সেই টাকা তুলে নেওয়াও হয়েছে বলে অভিযোগ।