বারাসত : বুধবার বারাসত স্টেশন সংলগ্ন বাজারে একাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
সূত্রের খবর, বেলার দিকে আগুন লাগে বারাসত স্টেশনের ১২নং রেলগেট সংলগ্ন বাজারে। পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ছয়টি কাপড়ের দোকান। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে দমকল পৌঁছনোর আগেই একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের রেলের তারে শর্ট সার্কিট হয়। সেই আগুন ছিটকে বাজারের কাপড়ের দোকানে এসে পড়ে। তাতেই আগুন লাগে। এরপর দ্রুত আগুন পরপর দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনায় কেউ আহত হননি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল।