কলকাতা : প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডি-র দায়ের করা মামলায় ধৃত যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। একাধিক শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বুধবার কুন্তলের জামিনের আবেদন মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ রায় নির্দেশ দেন, শর্তসাপেক্ষে জামিন পাবেন অভিযুক্ত। অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় তাঁকে হাজির থাকতেই হবে। মোবাইল নম্বর জমা দিয়ে দিতে হবে আদালতে।
ওই মোবাইল নম্বরটি পরিবর্তন করা যাবে না। তা ছাড়া, কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। উল্লেখ্য, ইডি-র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন মঞ্জুর হয়নি কুন্তলের। ফলে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।