কলকাতা : মেয়ের বিয়ের উপলক্ষে বগটুই-কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। সাত দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে বগটুই-১ ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতির। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মানবিক কারণে ধৃতের আবেদন মেনে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার আদালত জানিয়েছে, আনারুল তাঁর রামপুরহাটের বাড়িতে যেতে পারবেন। তবে তার জন্য বেশ কিছু শর্ত মানতে হবে। যেমন, ওই সাত দিন বাড়িতেই থাকতে হবে আনারুলকে।
বিয়ের জন্য অনুষ্ঠানবাড়িতে তিনি যেতে পারবেন। কিন্তু এলাকায় ঘুরতে পারবেন না। সর্বদা পুলিশি প্রহরায় থাকতে হবে। আর ছাড়া পাওয়ার সাত দিনের মধ্যে আবার থানায় আত্মসমর্পণ করতে হবে তাঁকে। আত্মসমর্পণের তথ্য আদালতে জানাবেন আনারুলের আইনজীবী।