হাওড়া ফরশোর রোডের অভনি মলের কাছে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। শনিবার রাত ১টা নাগাদ ঘটে এই দুর্ঘটনাটি। এছাড়াও ওই ঘটনাতে তিনজন গুরুতর আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। কলকাতার ওয়াট গঞ্জের বাসিন্দা হাওড়ার বাঁকড়া এলাকায় একটা নতুন বাড়ি করেন।
সেই বাড়িতে পুজোর অনুষ্ঠান শেষে নিজের আত্মীয়-স্বজনকে ছাড়তে জিটি রোড পিলখানার উদ্দেশ্যে যাওয়ার সময় আভনি মলের কাছে একটি টেলারের সঙ্গে দুর্ঘটনা ঘটে। ট্রেলারটি পেছন থেকে সজোরে ধাক্কা মারে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ওই গাড়িতে থাকা মোট পাঁচজনের মধ্যে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেসের বিধায়ক গেয়াসউদ্দিন মোল্লার চালক তার গাড়ি নিয়ে এই অনুষ্ঠানে এসেছিলেন, বিধায়কের যে গাড়ি চালক সে বিধায়কের গাড়ি নিয়েই এই অনুষ্ঠানে এসেছিলেন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটে সৃষ্টি হয়।
খবর পরই ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা। তারা আহতদেরকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান ও ক্রেন এর সাহায্যে ট্রেলার এর মধ্যে আটকে যাবার গাড়িটাকে বের করে রাস্তা থেকে সরানো হয়। তারপরে যান চলাচল স্বাভাবিক হয়।