কলকাতা : তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় শনিবার কলকাতার এক ট্যাক্সিচালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আহমেদ। তাঁর ট্যাক্সিতে চেপেই অভিযুক্তেরা কলকাতায় ঘোরাঘুরি করছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
মাত্র ১০ হাজার টাকার জন্য কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করেছিলেন আততায়ীরা। আর হাতে হাতে আড়াই হাজার টাকা পাবেন, ওই প্রতিশ্রুতি পাওয়ার পর বিহার থেকে দুই সঙ্গীকে নিয়ে শুক্রবার কলকাতায় আসেন অভিযুক্ত।
কসবাকাণ্ডের তদন্তে এভাবেই উঠে আসছে পরিকল্পনার রূপরেখা। বিহার থেকে হাওড়া ট্রেনে, তার পর ট্যাক্সি চেপে কলকাতা বন্দর এলাকায় উঠেছিলেন তাঁরা। শুক্রবার হামলার আগে পার্ক সার্কাস এলাকায় আসেন ওই আততায়ী।
১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগে শুক্রবার রাতেই এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম যুবরাজ সিংহ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আদতে তিনি বিহারের বৈশালীর বাসিন্দা। সুপারি নিয়ে দুই সঙ্গীকে নিয়ে বৃহস্পতিবার কলকাতায় আসেন ওই তরুণ। পুলিশের কাছে ধৃত জানিয়েছেন, তাঁদের ১০ হাজার টাকা দেওয়া হবে বলে ডেকে আনা হয়। আড়াই হাজার টাকা হাতে হাতে পেয়ে যাবেন বলার পরে ‘অপারেশনে’ নামেন।
বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, বৃহস্পতিবার ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামেন তিন জন। তার পর ট্যাক্সি চেপে যান কলকাতা বন্দর এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ওই ট্যাক্সিতেই পার্ক সার্কাস চত্বরে আসেন অভিযুক্তেরা। সেখান থেকে বাইপাস চত্বরে যান। জনৈক ইকবালের সঙ্গে দেখা হয়। সেখান থেকে স্থানীয় এক যুবকের স্কুটারে চেপে তৃণমূল কাউন্সিলরের কাছে গিয়েছিলেন। তার পরেই নাইন এমএম পিস্তল হাতে হামলার চেষ্টা।