কলকাতা : ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যের শিক্ষা দফতরের ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনায় মানুষের ব্যক্তিগত তথ্যও সুরক্ষিত নয়। এই কেলেঙ্কারির সঙ্গে এক তৃণমূল নেতার নাম জড়িয়েছে বলেও দাবি করেন তিনি।
সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূল কংগ্রেস চুরিতে পুষ্ট, তাই তাদের লোকের এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকাটা অস্বাভাবিক নয়। বাংলার মানুষ এই সরকারের ওপর থেকে আস্থা হারিয়েছে। তিন-চার শতাংশ ভোটের পার্থক্য মুছে দিয়ে ২০২৬ সালে বিজেপি এই রাজ্যে সরকার গড়বে।”
অন্যদিকে, রাজভবনে জনজাতি গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আদিবাসী সমাজের প্রতি রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী সমাজের জন্য সমব্যথী নয়। অথচ কেন্দ্র সরকার আদিবাসী সম্প্রদায়ের জন্য একাধিক প্রকল্প চালু করেছে।”
তিনি আরও বলেন, “আদিবাসী সমাজের মধ্যে এমন কিছু ক্ষুদ্র জনজাতি রয়েছে, যাদের বিশেষভাবে কল্যাণের প্রয়োজন। কেন্দ্র সেই বিষয়টি নিয়ে সচেষ্ট হলেও রাজ্য সরকারের এ নিয়ে কোনও উদ্যোগ নেই।”
ট্যাব কেলেঙ্কারি এবং আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সুকান্ত মজুমদারের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য বিজেপির এই তীব্র সমালোচনার পর তৃণমূল কংগ্রেস কী প্রতিক্রিয়া জানায়, এখন সেদিকেই নজর সকলের।