চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে পাল্টা চাপ আইসিসির !

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা আরও বাড়ল। বরং বলা ভালো, পাকিস্তানকে ‘ডেডলাইন’ বেঁধে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারি ভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে, পাকিস্তানে টিম পাঠানো হবে না। প্রত্যাশা করা হচ্ছিল, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলেই করা হবে। পাকিস্তান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাইব্রিড মডেলে সায় নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যার ফলে আয়োজনের দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে পারে পাকিস্তান। এ বার তাদের পাল্টা চাপ দিল আইসিসি। দ্রুতই এর সমাধান চাইছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছিল, আইসিসির তরফে মেইল পেয়েছে তারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তান আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছে নাকি হাইব্রিড মডেলে রাজি, দ্রুতই তা আইসিসিকে জানাতে হবে। পিটিআইকে এক কর্তা বলেন, ‘পাকিস্তান যদি আয়োজনের দায়িত্ব থেকে সরে না দাঁড়ানোয় তা হলে হাইব্রিড মডেলেই করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ম্যাচ আরব আমির শাহিতে এবং ফাইনাল দুবাইতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা পাকিস্তান বোর্ডকে আরও জানিয়েছে, হাইব্রিড মডেলে রাজি হলেও আয়োজক হিসেবে পুরো টাকাই পাবে তারা। শুধু তাই নয়, বেশির ভাগ ম্যাচই আয়োজনের দায়িত্ব পাবে। পাকিস্তান যদি ভারতীয় বোর্ডের উপর ক্ষোভ দেখিয়ে আয়োজক হিসেবে সরে দাঁড়ায়, পুরো টুর্নামেন্টই দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হতে পারে। শুধু তাই নয়, শাস্তির মুখেও পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =