প্লে-অফের জটিল অঙ্কে মুম্বইয়ের সমর্থক বিরাট, ম্যাচের দিন থাকতে পারেন স্টেডিয়ামেও

আইপিএল প্লে-অফের জটিল অঙ্ক যেন ভারতীয় ক্রিকেটের দুই মেরুকে এক বিন্দুতে এনে দাঁড় করাল। এমনিতে সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে তাঁদের সম্পর্কের শীতলতা নিয়ে যতই আলোচনা হোক, বিরাট কোহলি এখন রোহিত শর্মার সবচেয়ে বড় সমর্থক। এমনকী শনিবার রোহিতদের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গলা ফাটাতে স্টেডিয়ামেও উপস্থিত থাকতে পারেন কিং কোহলি।

আসলে বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ভালভাবে জেতার পরও কোহলিদের প্লে-অফে ওঠাটা এখনও পুরোপুরি রোহিতদেরই হাতে। শনিবার যদি মুম্বই ইন্ডিয়ান্স ঋষভ পন্থদের দিল্লিকে হারায়, একমাত্র তাহলেই প্লে-অফে খেলার সুযোগ পাবে কোহলির আরসিবি। এই মুহূর্তে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকলেও শনিবার দিল্লি জিতলেই বিরাটরা নেমে যাবেন পাঁচ নম্বরে। কারণ নেট রান রেটের বিচারে দিল্লি ক্যাপিটালসের থেকে অনেক পিছিয়ে আরসিবি।

স্বাভাবিকভাবেই বিরাট কোহলিরা এখন ক্রিকেট ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যাতে শনিবার যেনতেনপ্রকারে মুম্বই ইন্ডিয়ান্স জিতে যায়। বৃহস্পতিবার অনবদ্য ইনিংস খেলে দলকে জেতানোর পরও সম্ভবত সেকারণেই কোহলির মুখে উঠে এসেছে মুম্বই ম্যাচের প্রসঙ্গত। টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন, শনিবার তিনি স্টেডিয়ামেও উপস্থিত থাকতে পারেন রোহিতদের হয়ে গলা ফাটাতে। বিরাট বলছিলেন,”আগামী দু’দিন নিজেদের চাঙ্গা রাখার চেষ্টা করব আর মুম্বইকে সমর্থন করব। এখন মুম্বইয়ের আরও দু’জন সমর্থক বাড়ল (বিরাট এবং ফ্যাফ ডু’প্লেসিস)। বলা ভাল, ২৫ জন নতুন সমর্থক পেয়ে গিয়েছে মুম্বই। আমরা হয়তো স্টেডিয়ামেও থাকতে পারি।” আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসও বলে দিয়েছেন, তিনি রোহিত শর্মার উপর ভরসা রাখছেন।

আইপিএলের প্লে-অফের অঙ্ক মোটামুটি পরিষ্কার। গুজরাট টাইটান্স এবং লখনউ সুপারজায়ান্টস ইতিমধ্যেই প্লে-অফে উঠে গিয়েছে। নিশ্চিত রাজস্থান রয়্যালসও। রাজস্থানের হাতে আরও একটি ম্যাচ আছে। তাঁরা প্রথম বা দ্বিতীয় স্থানেও শেষ করতে পারে। চতুর্থ স্থানের জন্য লড়াই আপাতত দিল্লি এবং আরসিবির। বাকি দলগুলি পুরোপুরি ছিটকে গিয়েছে লড়াই থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 3 =