কলকাতা : সুপ্রিম কোর্টে ক্রমেই পিছোচ্ছে আর জি কর মামলার শুনানি। বিগত দু’দিন ধরে শীর্ষ আদালতে নানান কারণে পিছিয়ে যাচ্ছে আর জি কর মামালার শুনানি। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর মামলার শুনানি শুরু হয়।
তবে মামলা পিছিয়ে যাওয়ায় বেজায় ক্ষুব্ধ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘এই আন্দোলন আর শুনানির আসলে কোনও ভবিষ্যৎই নেই।’
অন্যদিকে, শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন তিলোত্তমার বাবা-মাও। তাঁরা বলেন, ‘আমার মেয়ে হাসপাতালে চাকরি করতে গিয়ে ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। রাজ্য সরকার কী করে এর দায় এড়িয়ে যেতে পারে? তিন মাস হয়ে গেল। আমরা এতদিন কেঁদে ফেলতাম কথা বলতে গিয়ে। এখন আর চোখে জল আসে না। বিচার আমরা ছিনিয়ে আনবই। আমরা মেয়ে হারিয়ে কঠিন হয়ে গেছি। আমাদের এখন রাস্তায় নামতেই হবে। বিচার পেতে গেলে আন্দোলনই একমাত্র রাস্তা।’