ধাক্কা থেকেই কামব্যাক…, জন্মদিনে বিরাটকে বিশেষ বার্তা যুবির

ভারতীয় ক্রিকেট অনেক ধাক্কা দেখেছে। তেমনই দেখেছে প্রত্যাবর্তনও। তা সৌরভ গঙ্গোপাধ্যায়ই হোক আর যুবরাজ সিং। যিনি ভারতের জোড়া বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যুবরাজের লড়াইটা ছিল মাঠের বাইরেও। সেই দিনগুলো পিছনে ফেলে সাফল্য পেয়েছেন। বিরাট কোহলির কেরিয়ারেও খারাপ সময় এসেছে, আবার সেটা থেকে ঘুরেও দাঁড়িয়েছিলেন। আবারও যেন বিরাট সেই খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন। তাঁর জন্মদিনের শুভেচ্ছা বার্তায় সতীর্থ, প্রাক্তন ক্রিকেটার শুধু শুভেচ্ছা নয়, বরং ঘুরে দাঁড়ানোর বার্তাও দিচ্ছেন।

ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন-জন্মদিনের অনেক শুভেচ্ছা কিং কোহলি। সেরা প্রত্যাবর্তনগুলো কঠিন সময় থেকেই হয়। সারা বিশ্ব তোমার সেই কামব্যাকের অপেক্ষায়। অতীতেও করে দেখিয়েছো, আমি নিশ্চিত আবারও করবে। অনেক ভালোবাসা।

দেশের আর এক প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়না লিখেছেন-একজন আইকনিক ক্রিকেটার, প্রেরণা জোগানোর মতো ব্যক্তিত্ব, জন্মদিনের শুভেচ্ছা। তোমার সামনের জীবন সাফল্য এবং আনন্দে ভরে উঠুক।

দেশের অন্যতম সেরা পেসার মহম্মদ সামি কিং কোহলিকে ভারতীয় ক্রিকেটের ব্যাকবোন হিসেবে বর্ণনা করেছে। শুভেচ্ছাবার্তায় ইন্সটাগ্রামে এমনই লিখেছেন সামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =